
আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ ম্যারাডোনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আরেক কিংবদন্তি পেলে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট বার্তায় ম্যারাডোনার চিরপ্রতিদ্বন্দ্বী পেলে লিখেছেন, ‘খুবই বেদনাদায়ক খবর। আমি আমার ভালো একজন বন্ধুকে হারিয়েছে এবং বিশ্ব হারিয়েছে একজন কিংবদন্তিকে। অনেক কিছু বলার ছিল তাকে। কিন্তু এখন সৃষ্টিকর্তা তার পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দান করুক। আশা করছি একদিন আমরা ঊর্ধ্বলোকে একসঙ্গে ফুটবল খেলবো।’
কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা স্থানীয় সময় বুধবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় মারা যান। তার বয়স হয়েছিল ৬০ বছর।
বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী এ কিংবদন্তি। ৩ নভেম্বর তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার করা হয়। এতোদিন তিনি সেরে উঠছিলেন। কিন্তু এই সময়ে মাদকাসক্তি নিয়ে ভীষণ সমস্যায় ভুগেছেন তিনি। শেষ পর্যন্ত বুধবার না ফেরার দেশেই পাড়ি জমান ঈশ্বরের হাত খ্যাত এই তারকা