পতেঙ্গা সৈকতে ভেসে এসেছে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় জোয়ারের পানিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ ভেসে এসেছে। মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে চরপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, মরদেহটি ভেসে এসে পাথরের সঙ্গে আটকে যায়। মঙ্গলবার বেলা তিনটার দিকে এক ব্যক্তি থানায় ফোন দিয়ে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। তিন-চার দিন আগে ওই ব্যক্তি মারা গেছেন বলে ধারণা করছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন। তিনি বলেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তির বয়স ৪৫ থেকে ৫০ বছর হতে পারে। মরদেহে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি।

SHARE THIS ARTICLE