পর্যাপ্ত তথ্যের অভাবে আফগানিস্তানের বহু সংবাদপত্রের মুদ্রণ বন্ধ হয়ে গেছে

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ তালেবান শাসনের অধীনে আর্থিক সংকট ও পর্যাপ্ত তথ্যের অভাবে আফগানিস্তানের বহু সংবাদপত্রের মুদ্রণ বন্ধ হয়ে গেছে।

আফগানিস্তানের ন্যাশনাল জার্নালিস্ট ইউনিয়ন গতকাল বুধবার জানিয়েছে, অর্থনৈতিক সংকটের কারণে আফগানিস্তানের ১৫০টি সংবাদপত্রের মুদ্রণ বন্ধ হয়ে গেছে।

সাবেক সরকারের পতনের পর থেকেই আফগানিস্তানে বন্ধ রয়েছে সংবাদপত্র ও ম্যাগাজিনের মুদ্রণ। তবে অনেক সংবাদপত্র শুধু অনলাইনে কার্যক্রম চালাচ্ছে।

স্থনীয় সংবাদমাধ্যম টোলো নিউজের বরাতে বৃহস্পতিবার এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

এ ব্যাপারে ন্যাশনাল জার্নালিস্ট ইউনিয়নের প্রধান নির্বাহী আহমেদ শোয়াইব বলেন, ‘দেশে প্রিন্ট মিডিয়ার কার্যক্রম বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি এ রকম থাকলে আমরা সামাজিক সংকটের মুখোমুখি হব।’

আফগানিস্তানের এক স্থানীয় সংবাদপত্র ৮সওবের সাংবাদিক আলী হাকমল জানান, তাদের সংবাদপত্র এখন অনলাইনে কার্যক্রম চালাচ্ছে।

তিনি বলেন, ‘আমরা মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা করছি। আমরা অনলাইন রিপোর্টিং এর উপর জোর দিচ্ছি।’

৮সওব পত্রিকার উপপ্রধান আশাক আলী এহসাস জানান, প্রতিদিন ১৫ হাজার সংবাদপত্র প্রকাশিত হতো। এসব সংবাদপত্র রাজধানী কাবুলসহ কয়েকটি প্রদেশেও পাঠানো হতো। সরকারের পতনের পর সংবাদপত্র ছাপানো ও বিতরণ নিয়ে সমস্যার কারণে পত্রিকার মুদ্রণ বন্ধ হয়ে গেছে।

SHARE THIS ARTICLE