প্রতিদান

প্রতিদান
“সৈয়দা সুলতানা রুমা”

অভিযোগের পাল্লা তোমার খুব করেছো ভারী,,
শান্তি-সুখ যাবে ছেড়ে ঝরবে অশ্রু বারি!!
জননীরে ছোট করো হয়না বুঝি লাজ,,
দশমাস ছিলে কঠিন ঢোলে ভুলেই গেছো আজ!!
জননীর খাবার নিয়েছো নলে বিধাতার দয়ায়,,
সাতান্ন ইউনিট ব‍্যাথা সহেছে প্রসব বেদনায়!!
আনন্দ অশ্রু চোখে নিয়ে হাত বুলায় মমতায়,,
অতন্ত্র প্রহরীর বেশে ছিলেন তিনিই অনায়াসে,,
দুঃখ-কষ্ট আসতে মানা তোমার সীমানায়!!
সেরা চৌকস তুমিই হতে তর সয়না মায়ের,,
সৃষ্টির সেবা করতে তুমি ঝরায় অশ্রু চোখের!!
তোমার আবদার রাখতে মাতা ঝরায় নোনা ঘাম,,
দেবে কেমনে বত্রিশ নলের খাদ্যের তুমি দাম??
তোমায় পালনে শত কষ্ট ছিলো মায়ের একার,,
মাতা এখন পর হয়েছে তুমি হয়েছো সবার!!
দুধের মাছি হয়ে যারা থাকে তোমার আশে,,
ব‍্যাথায় তোমার উড়ে তারা আবার অট্ট হাসে!!
তোমার দুঃখ নিবারণে বসেন জায়নামাজে,,
সুখের আরজ নিয়ে কাঁদেন বিধাতার কাছে।।
সকল ত‍্যাগের প্রতিদানে রাস্তায় তাঁহার ঠাঁই,,
কোথায় সুখ খোঁজো তুমি??
উত্তর জানা নাই!!
বৃদ্ধাশ্রমে পাঠাও বুঝি করতে ঋণ শোধ??
হারালে তবেই বুঝবে জানি ফিরবে তখন বোধ!!
ছোট-বড় সব বেলাতেই মায়ের স্নেহেই থাকো,,
শেষবেলাতে তোমার স্নেহে তাঁকে ধরে রাখো!!
ইহকালে বেহেশত তোমার যদি থাকেন মা,,
পরকালের পুলসিরাত পার কভু ভুলো না!!

SHARE THIS ARTICLE