প্রথম যাত্রী হিসেবে প্রধানমন্ত্রীকে পেয়ে গর্বিত মেট্রোরেল চালক মরিয়ম (ভিডিও)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে মরিয়ম আফিজা

মেট্রোরেলের প্রথম যাত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেয়ে গর্ববোধ করছেন বলে জানিয়েছেন রেলের প্রথম নারীচালক মরিয়ম আফিজা। বুধবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশের মেট্রোরেল উদ্বোধনের পর রেল চালিয়ে আগারগাঁও আসার পর সাংবাদিকদের কাছে তার এই অনুভূতির কথা প্রকাশ করেন।

মরিয়ম আফিজা বলেন, দেশবাসী স্বপ্নপূরণের জন্য যেমন অপেক্ষায় ছিল তেমনই আমাদেরও অনেক প্রস্তুতি ছিল। সবকিছু সফল হয়েছে আজকের মেট্রোরেল উদ্বোধনের পর। প্রধানমন্ত্রী এই যাত্রায় সঙ্গী  ছিলেন, পুরো দেশবাসীর মত আমিও অনেক গর্ববোধ করছি।

নারীরা এখন আর কোথাও পিছিয়ে নেই মন্তব্য করে মেট্রোরেলের প্রথম এই নারীচালক বলেন, আজ প্লেনের পাইলট থেকে শুরু করে জাহাজের ক্যাপ্টেন সবক্ষেত্রেই নারীরা তাদের অবদান রাখছেন।  নারীরা দেশ চালাচ্ছে, ঘর চালাচ্ছে। করপোরেট সেক্টরও নারীরা চালাচ্ছে। তাই আমি মনে করি না নারীরা এখন আর পিছিয়ে আছে। সব সেক্টরে নারীরা সমান ভাবে এগিয়ে যাচ্ছে।

মরিয়ম আফিজা বলেন, আমাদের যে স্বপ্ন ছিল আমরা একটা ডিজিটাল ট্রান্সপোর্টের দিকে যাবো, তার একটি অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত।

SHARE THIS ARTICLE