প্রবাস ও দেশ

প্রবাস ও দেশ
আয়েশা আহমেদ
লন্ডন, ইংল্যান্ড


প্রবাসে বাস করি,বন্চিত দেশমাতৃকার সাক্ষাতে
এখানেই বন্ধুবান্ধবরা আপনজনের মত মিলছে অজান্তে।
দেশের খবর একটি ও পাই না যে সুখের
অত্যাচার ,নিপীরণ খুন ধর্ষণ আরো খবর দু:খের।
শান্তি পাই না যে মনে ,কে জানে কবে যাবো আবার
আমার জন্মভুমিতে,কখন সময় হবে ফেরার।
একদা ছিল আমার বাস সেখানে
সমস্ত শিশু আর কৈশোরকাল কেটেছে ওখানে।
তারপর জীবন অতিবাহিত হতে হতে
স্মৃতিগুলোই কেদে মরে নির্জন প্রাতে।
তখন তো ছিলনা এমন ঘৃনিত খবর
সামাজিক যোগাযোগ মাধ্যম ছিলনা সচরাচর।
অনেক কিছুই মুছে গেছে,স্মৃতির পাতা হতে
অনেক কিছুই মুছে গেছে জীবনের পাতা হতে
পাওয়া না পাওয়ার,সুখ দু:খের হিসাব তো মিলেনা
সময় এগিয়ে যায়,সময় ফুরিয়ে যায়,সান্তনা খুজতে যাইনা

SHARE THIS ARTICLE