আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ অর্থনীতিবিদ ও গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। নতুন এ রাজনৈতিক দলের নাম ‘গণ অধিকার পরিষদ’।
রাজধানীর পল্টনের প্রিতম জামান টাওয়ারে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠান থেকে গতকাল আনুষ্ঠানিকভাবে দলটির নাম ঘোষণা করেন নুরুল হক নূর। তবে দল ঘোষণা করলেও দলের নিবন্ধন এখনো নেয়নি গণ অধিকার পরিষদ। ঘোষিত এ দলের ৮৩ সদস্যবিশিষ্ট কমিটির আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নূর। এছাড়া দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, সোহরাব হোসেন, আবু হানিফ ও মাহফুজুর রহমান খান।
নতুন এ দলকে সমর্থন দিয়ে আত্মপ্রকাশ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তবে তিনি এ দলের কোনো পদে থাকছেন না। গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ—এ চারটি বিষয়কে মূলনীতি ধরে গণ অধিকার পরিষদ গঠন করা হয়েছে বলে অনুষ্ঠানে জানান নুরুল হক নূর। এছাড়া অনুষ্ঠানটি থেকে দলীয় ২১ দফাও প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে নতুন দল গঠনের ঘোষণা দিয়ে ডাকসুর সাবেক ভিপি নূর বলেন, আমরা যখন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিচ্ছি, তখন পৃথিবী দুটি বড় সংকট মোকাবেলা করছে। আজকে সবার সামনে দাঁড়িয়ে এ প্রত্যয় ঘোষণা করছি যে আমরা নানা ক্ষেত্রে সৃষ্টি হওয়া বহুস্তর বিশিষ্ট বৈষম্য লাঘব করে বাংলাদেশকে মানবিক উন্নয়নের প্রগতিশীল ধারায় প্রতিষ্ঠা করব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ থেকে ৩০০ আসনে প্রার্থী দাঁড় করানোর পরিকল্পনার কথা জানান আহ্বায়ক ড. রেজা কিবরিয়া। গণ অধিকার পরিষদ কাদের সঙ্গে জোট গড়বে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রেজা কিবরিয়া বলেন, কার সঙ্গে জোট করব, সেটা তখনকার পরিস্থিতি দেখে আমরা ঠিক করব। আমাদের পরিকল্পনা ৩০০ আসনে এ মুহূর্তে প্রার্থী দেয়া। তবে পরিস্থিতির ওপর তা নির্ভর করছে।ড. রেজা কিবরিয়া বলেন, আমরা নির্বাচনকালে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার চাই। এটা ছাড়া নির্বাচনে অংশ নেয়ার কোনো মানে হয় না। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান নবগঠিত দলটির এ আহ্বায়ক।
আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এএমএস কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া দীর্ঘদিন আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (আইএমএফ) কর্মরত ছিলেন। ২০১৮ সালে চাকরি থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশে ফেরেন। যোগ দেন ড. কামাল হোসেনের গণফোরামে। পরবর্তী সময়ে দলের সাধারণ সম্পাদকও হন তিনি। কিন্তু দলের ভেতরে দ্বন্দ্বের কারণে তিনি পদত্যাগ করেন। অন্যদিকে ২০১৮ সালে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের’ ব্যানারে সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনের নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন সংগঠনটির অন্যতম যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূর। সে সময় বেশ কয়েকবার তার ওপর হামলাও হয়। পরের বছর ডাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন তিনি। নতুন দল গঠনের আগ পর্যন্ত বাংলাদেশ ছাত্র-যুব ও শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক ছিলেন নূর। বিভিন্ন সময়ে নিপীড়ন-নির্যাতন, হামলার শিকার হন তিনি। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও রয়েছে।