বাংলাদেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৩৭ মহিলা ও শিশু

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন সেইফ হোমে আটকে থাকা ৩৭ জন বাংলাদেশি মহিলা ও শিশুকে বাংলাদেশি প্রত্যাবর্তন করা হয়েছে। এসব নারী ও শিশু ভারতে পাচার হয়েছিলেন।

সোমবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা এবং পশ্চিমবঙ্গের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের অধীনে প্রতিষ্ঠিত নারী ও শিশু পাচার রোধ বিষয়ক বিশেষ টাস্কফোর্স যৌথ উদ্যোগে পরিচালিত প্রচেষ্টার  ধারাবাহিকাতায় তাদের দেশে ফেরত আনা হয়।

বাংলাদেশ উপ হাইকমিশন কলকাতার বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, ইতোপূর্বে চলতি বছরের ২৫ জানুয়ারি আরও ৩৮জন নারী ও শিশুকে দেশে ফেরত পাঠানোর পর বড় পরিসরে এই ধরণের এটি দ্বিতীয় প্রত্যাবাসন প্রক্রিয়া এবং আটককৃ অবশিষ্ট বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান থাকবে।

SHARE THIS ARTICLE