বাংলাদেশ এসোসিয়েশন অফ ডাবলিনের নির্বাচন তফসিল ঘোষনাঃ আগামী ১৯ মার্চ নির্বাচন

এ,কে,আজাদ- আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ নির্বাচনের মধ্যমে আয়ারল্যান্ডের ডাবলিনে বাংলাদেশি কমিউনিটির একটি কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনী তফসিল ঘোষনা করেন নির্বাচন কমিশনার। গতকাল গত ১১ই জানুয়ারি বুধবার সন্ধ্যা ৬ ঘটিকায় ডাবলিন টিচার্স ক্লাবে নির্বাচনী তফসিল ঘোষনা ও নির্বাচনের দিক নির্দেশনা মূলক আলোচনা অনুষ্ঠান হয়।

No description available.

প্রধান নির্বাচন কমিশন কমিশন জনাব ইকবাল আহমেদ লিটনের সভাপতিত্বে জনাব নির্বাচন কমিশনার জনাব আইয়ুব আলীর উপস্থাপনায়, জনাব হারুন ইমরানের পবিত্র কোরআন তিলোয়াতের মাধ্যমে নির্বাচন তফসিল ঘোষনা অনুষ্ঠান শুরু হয়। নির্বাচন কমিশনার আক্তার হোসেন মিশু ডাবলিনের নির্বাচনের প্রেস ব্রিফিং করেন। আগামী ১৯ মার্চ নির্বাচনের দিন ধার্য করা হয়।

১৯ মার্চ রবিবার সকাল ৯টা হতে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ২০ জানুয়ারী ২৩ থেকে ৩ ফেব্রুয়ারী মধ্যরাত পর্যন্ত মনোনয়ন পত্র বিক্রয় করা হবে। ৫ ফেব্রুয়ারী থেকে ১৩ ফেব্রুয়ারী পর্যন্ত মনোনায়ন পত্র জমা নেয়া হবে। ২৩ ফেব্রুয়ারী প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।

মনোনয়ন পত্রে ফি সভাপতি ৫০০ ইউরো, সহ সভাপতি ২টি ৩০০ ইউরো, সাধারন সম্পাদক ৪০০ ইউরো, যুগ্ম সাধারন সম্পাদক ২৫০ ইউরো, সাংগঠনিক সম্পাদক ২৫০ ইউরো, সহ সাংগঠনিক সম্পাদক ২০০ ইউরো, কোষাধ্যক্ষ ২০০ ইউরো, দপ্তর ও প্রকাশনা সম্পাদক ২০০ ইউরো, সাংস্কৃতিক সম্পাদক ২০০ ইউরো,

ক্রিড়া সম্পাদক ২০০ ইউরো, ধর্মীয় সম্পাদক ২০০ ইউরো, মহিলা কল্যাণ সম্পাদক (২টি) ২০০ ইউরো, সহকারী মহিলা কল্যাণ সম্পাদক ২০০ ইউরো, আইটি সম্পাদক ২০০ ইউরো ও সমাজ কল্যাণ সম্পাদক সম্পাদক ২০০ ইউরো।

প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনী বিধি পাঠ করে সকলকে শুনান। নির্বাচন কমিশন বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। নির্বাচনের দিক নির্দেশনা বিষয়ক বক্তব্য রাখেন ডাবলিন নির্বাচনের প্রধান উপদেষ্টা জনাব শামসুল হক সাহেব, অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট জনাব ডাঃ জিন্নুরাইয়ান সাহেব। বাংলাদেশ এসোসিয়েশন অফ ডাবলিনের আহবায়ক জনাব জহিরুল ইসলাম জহির, কমিউনিটি ব্যাক্তিত্ব জনাব হামিদুল নাসির, কমিউনিটি ব্যাক্তিত্ব জনাব জাকারিয়া প্রধান,

সাবেক আবাইয়ের সহ সভাপতি জনাব আক্তার হোসেন, সাবেক আবাইয়ের সহ সভাপতি জনাব শাহিন মিয়া, নির্বাচন কমিশনার জাকির হোন জাকির, জনাব রফিকুল ইসলাম, জনাব সাইফুজ্জামানখান তুহিন, জনাব জাহিদ হোসেন, জনাব হারুন খান, জনাব মাহবুব হোসেন, আবাইয়ের ধর্মীয় সম্পাদক জনাব লোকমান হোসেন, আবাইয়ের সহ সভাপতি জনাব আজিজুর রহমান মাসুদ, জনাব ঝিনুক আলী প্রমূখ

তফসিল ঘোষনা শেষে নির্বাচন কমিশন আইরিশ নোটিশ বোর্ডের জনাব মশিউর রহমান, আইরিশ বাংলা টাইমসের জনাব আবদুর রহিম ভুইয়া ও আইরিশ বাংলাপোষ্টের জনাব মহিউদ্দিন পাটোয়ারী লিঙ্কনকে ধন্যবাদ জানান।

SHARE THIS ARTICLE