বাড়েই চলছে কিশোর অপরাধ, ঠাঁই নেই সংশোধন কেন্দ্রে

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃকিশোর অপরাধ বেড়ে যাওয়ায় দেশের সংশোধন কেন্দ্রগুলোতে এখন ঠাঁই নেই অবস্থা। দেশের দুই প্রধান কিশোর ও কিশোরী সংশোধনাগারে ধারণক্ষমতার বেশি অপরাধীদের রাখা হয়েছে। এতে করে তাদের থাকা, খাওয়া, চিকিৎসা, মেডিটেশনসহ অন্যান্য সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে।

ঘিঞ্জি পরিবেশ হওয়াতে অনেক সময় কিশোর অপরাধীরা সংশোধনাগারে সংঘর্ষে জড়াচ্ছে। অপরাধীরা কিশোর বলে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেন না সংশ্লিষ্টরা। তাদের আটকের পরেই আদালতের নির্দেশে পাঠানো হয় কিশোর উন্নয়ন কেন্দ্রে। সেখানে তাদের বিভিন্ন ধরনের শিক্ষামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত রেখে সংশোধন করার চেষ্টা করা হয়।
সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, গাজীপুরের টঙ্গীতে কিশোর উন্নয়ন কেন্দ্রের ধারণ ক্ষমতা ৩০০ জন।

SHARE THIS ARTICLE