বিজয়ের ৫০ বছর লাল-সবুজের মহোৎসব শুরু, উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে শুরু হয়েছে ১৬ দিনব্যাপী ‘বিজয়ের ৫০ বছর-লাল সবুজের মহোৎসব’। বুধবার সন্ধ্যায় গণভবন থেকে ভার্চুয়ালি এ আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে এ মহোৎসব চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।

লাল সবুজের মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আমরা আজকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হয়েছি এবং দেশকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়ার অনেক সুযোগ আমরা পাব। এটা হয়তো উন্নয়নশীল দেশ হতে না পারলে আমরা পেতাম না। সেখানে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। আর সেই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমরা সব সময় প্রস্তুত। আর আওয়ামী লীগ সরকার যতক্ষণ ক্ষমতায় রয়েছে সে চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা পিছিয়ে থাকিনি। আমরা আজকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হয়েছি ।

বিজয়ের ৫০ বছর লাল-সবুজের মহোৎসব শুরু | Purboposhchimbd

দেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই আয়োজনের ১৬ দিনব্যাপী এই লাল-সবুজের মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজন, নেতা ও মন্ত্রীসহ জাতীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সশরীরে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিন। এফবিসিসিআই’র বিজয় উৎসবের সার্বিক সহযোগিতা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। শুভেচ্ছা বক্তব্য দেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম।

যা থাকছে ১৬ দিনের মহোৎসবেঃ

১ ডিসেম্বর : স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি।

২ ডিসেম্বর : শিশু কিশোর ও বিশেষ শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।

৩ ডিসেম্বর : নারীদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান।

৪ ডিসেম্বর : নজরুল উৎসব।

৫ ডিসেম্বর : রবীন্দ্র উৎসব।

৬ ডিসেম্বর : নৃত্য উৎসব।

৭ ডিসেম্বর : অঞ্চলভিত্তিক অনুষ্ঠান (ঢাকা ও ময়মনসিংহ বিভাগ)।

৮ ডিসেম্বর : অঞ্চলভিত্তিক অনুষ্ঠান (চট্টগ্রাম ও রংপুর বিভাগ)।

৯ ডিসেম্বর : অঞ্চলভিত্তিক অনুষ্ঠান (রাজশাহী ও বরিশাল বিভাগ)।

১০ ডিসেম্বর : অঞ্চলভিত্তিক অনুষ্ঠান (খুলনা ও সিলেট বিভাগ)।

১১ ডিসেম্বর: সশস্ত্র ও পুলিশ বাহিনীর সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠান।

১২ ডিসেম্বর : লোকসংগীত।

১৩ ডিসেম্বর : চলচ্চিত্র তারকাদের অংশগ্রহণে অনুষ্ঠান।

১৪ ডিসেম্বর : মঞ্চনাটক।

১৫ ডিসেম্বর : কনসার্ট।১৬ ডিসেম্বর : রাষ্ট্রীয় অনুষ্ঠান সরাসরি সম্প্রচার ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি।

SHARE THIS ARTICLE