আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ভেতরে বোমা রয়েছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়লে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি জরুরি অবতরণ করা হয়। বিষয়টি ভালোভাবে অনুসন্ধানের জন্য সেনা কমান্ডোদের ডাকা হয় বলে জানিয়েছেন বিমান বন্দরের একজন কর্মকর্তা।
উড়োহাজাজের ভেতরে বোমা রয়েছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়লে বুধবার রাত ৯টা ৪০ মিনিটে ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান বলেন, ‘১৩৫ জন যাত্রী নিয়ে, কুয়ালালামপুর থেকে ছেড়ে আসা নিয়মিত ফ্লাইট এমএইচ-১৯৬ রাত ৯টা ৩৮ মিনিটে ঢাকা বিমানবন্দরে এবং রানওয়েতে কঠোর নিরাপত্তার মধ্যে অবতরণ করে।’
তিনি একটি সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা রাত ১টা পর্যন্ত যাত্রীদের লাগেজ তল্লাশি করেছি। তবে, বিমানের ভেতরে বিস্ফোরক বা বোমার মতো কিছু পাইনি।’
তিনি বলেন, ‘কিছু যাত্রী বোমা বহন করতে পারে বা বিমানের ভেতরে বোমার মতো জিনিস থাকতে পারে বলে তথ্য পায় বিমানবন্দর কর্তৃপক্ষ। খবর পেয়ে সংশ্লিষ্ট দল জরুরি বৈঠকে বসে এবং বিমানের জরুরি অবতরণের জন্য সব ধরনের সতর্কতা গ্রহণ করে।’
তৌহিদ বলেন, ‘কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারি তথ্যটি সঠিক নয়।’
‘যদিও, ‘আমরা কোন অবহেলা করিনি এবং স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুযায়ী সমস্ত ব্যবস্থা নিয়েছিল। সবগুলো নিরাপত্তা সংস্থা, সেনা ও নৌবাহিনীর কমান্ডো, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র্যাব সদস্য এবং দমকল কর্মীদের পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধানের জন্য জানিয়েছিলাম’, বলেন তিনি।
বিমান, কেবিন এবং কার্গো লাগেজের তল্লাশি শেষে বিমানটিকে নিরাপদ ঘোষণা করেন বিমান বাহিনীর কমান্ডিং অফিসার।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট এবং বিপুল সংখ্যক সামরিক কমান্ডো এবং বিমান বাহিনীর সদস্যদের বিমানবন্দরে দেখা গেছে, ৫টি ফায়ার ফাইটিং ইউনিট, অ্যাম্বুলেন্স এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্য, সশস্ত্র পুলিশ বিমানবন্দরের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটিঅফিসার দেওয়ান আজাদ হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, রাত ৯টার দিকে তারা এয়ার ট্রাফিক কন্ট্রোল, থেকে একটি ফোন পান যে ঢাকা বিমানবন্দরে যাওয়ার পথে একটি বিমানের ভেতরে বোমা থাকতে পারে।’
এটিসি কর্মকর্তারা বিমানবন্দরে ফায়ার সার্ভিস ইউনিট পাঠানোর জন্য নিয়ন্ত্রণ কক্ষকে অনুরোধ করেছিলেন বলেও জানান তিনি।
দেওয়ান আরও বলেন, ‘বিমানবন্দর কর্মকর্তাদের নির্দেশে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট বিমানবন্দরের গেটে অপেক্ষা করেছিল।’
আমরা বিমানবন্দরের গেটে পৌঁছালেও বিমানটিকে আগেই ঢাকা বিমানবন্দরে বিমান বাহিনীর বঙ্গবন্ধু বিমানঘাঁটিতে নিয়ে যাওয়ায় আমাদের বিমানবন্দরে প্রবেশ করতে দেওয়া হয়নি।
বুধবার দিনগত রাত ৯টা থেকে প্রায় সাড়ে ৩ ঘণ্টা ফ্লাইট অপারেশন স্থগিত থাকার পর, হজরত শাহজালালে আজ বৃহস্পতিবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়ে বিমান বন্দর সূত্র।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার মোরশেদুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।’