ভাবমূর্তি

ভাবমূর্তি
ডাঃ জিন্নুরাইন জায়গীরদার


ভাবমূর্তি আমার, কখন ক্ষুন্ন হয়, সংজ্ঞা বাকি জানার
কোথাও লিখা নেই, সাগরের জলে ডুবন্ত প্রতিবিম্ব আমার
আমি সিদ্ধান্ত নেই, কোথায় লংঘিত প্রতিচ্ছবির সীমানা রানার
আমি স্বৈরাচারী দৈত্যের অজুহাতের খামার।
কখন ক্ষুন্ন হয় ভাবমূর্তি? বড়োই ইচ্ছা জানার
কখন কোন অজুহাতে, প্রয়োজনে কেড়ে নেয় উচ্ছিষ্ট খাবার
ভাবমূর্তি, জেগে উঠে করে দেয় আমার কন্ঠ সাবাড়
প্রতিবিম্ব, হাতে বিচ্যুত শক্তি হবে, দৈত্য দানার।
মত প্রকাশের স্বাধীনতা কি তবে,
ভাবমূর্তির অজুহাতে রহিত আবার
বড় আশা নিয়ে বসে থাকি প্রতিদিন,
জানতে চাই কতটুকু বলার স্বাধীনতা আমার
রাষ্ট্র আর সরকার কি জল ঢেলে,
এক হয়ে গেল ইচ্ছেয় তোমার?
দ ল, সরকার আর রাষ্ট্রের ব্যবধান নেই,
ব্যক্তিও নেই, শুধুই ক্ষমতার বাহার।
আমারো ভাবমূর্তি আছে,
প্রতিবিম্ব আছে, ছায়া, মায়া ,কায়া আছে,
উড়ন্ত ডানার ভাবমূর্তি দৈত্য,
কখন জেগে উঠে নব নব সুরে আবারো গাইবে গান জানা নেই আমার।

SHARE THIS ARTICLE