মালয়েশিয়ায় গ্রেফতার রায়হানের মুক্তির জন্য লড়বেন – অল ইউরোপিয়ান বাংলাদেশ

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় সাক্ষাতকার দিয়ে মালয়েশিয়ায় গ্রেফতার নারায়ণগঞ্জ এর কৃতি সন্তান মো. রায়হান কবিরের মুক্তির জন্য লড়বেন – অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন ( আয়েবা-AEBA) । অল ইউরোপিয়ান বাংলাদেশ এ্যাসোসিয়েশন আয়েবা’র সেক্রেটারি জেনারেল ও ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন এর প্রেসিডেন্ট কাজি এনায়েত উল্লাহ্ ইনু ভাই মালয়েশিয়ার প্রধান মন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন বরাবর চিঠি লিখে রায়হান কবিরের প্রতি সুবিচার ও মুক্তি দাবি করেন।

আল জাজিরার প্রতিবেদনে অভিবাসীদের প্রতি মালয়েশিয়ার নিপীড়নের যে ছবি উঠে এসেছে সেটা নিন্দনীয় ও গভীর উদ্বেগের। গণমাধ্যমে সাক্ষাৎকার দেয়া কোনো অন্যায় নয়। আর রায়হান কোনো অপরাধও করেননি। মালয়েশিয়া সহ বিশ্বের সব মানবাধিকার সংস্থা, আইনজীবী ও সাংবাদিকদের অল ইউরোপিয়ান বাংলাদেশ এ্যাসোসিয়েশন আয়েবা’র পক্ষ থেকে অল ইউরোপিয়ান বাংলাদেশ এ্যাসোসিয়েশন সরব হওয়ার অনুরোধ জানিয়েছেন।

SHARE THIS ARTICLE