মিউনিক নিরাপত্তা সম্মেলনে বাইডেনের ঘোষণা “আমেরিকা ফিরে এসেছে”

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ আন্তর্জাতিক মঞ্চে প্রথম উপস্থিত হলেন আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ভার্চুয়াল মিউনিখ প্রতিরক্ষা সম্মেলন চলাকালীন গ্রুপ অফ সেভেন (জি ৭) নেতাদের জো বাইডেন প্রতিশ্রুতি দিলেন যে, “আমেরিকা বহুপাক্ষিক কার্য্যক্রমে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ।” 

গতকাল শুক্রবার জো বাইডেন তার প্রদত্ত ভাষণে বলেন, “আমেরিকা ফিরে এসেছে”; তিনি জানান, তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের বিচ্ছিন্ন বৈদেশিক নীতি থেকে আমেরিকা সরে এসেছে। তিনি বলেন, “আমেরিকা উল্লেখযোগ্য বৈশ্বিক চুক্তি ও জোট থেকে সরে এসেছিল।” 

তিনি বলেন “আমাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী এবং গণতান্ত্রিক মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত। এই সম্পর্ক লেনদেনের নয়, নিষ্ক্রিয় নয়, ভবিষ্যতের দর্শনের উপর নির্মিত, যেখানে প্রতিটি বক্তব্য গুরুত্বপূর্ণ।” 

তিনি বলেন “আমি জানি গত কয়েক বছরের উত্তেজনা, ট্রান্সলেট্যান্টিক সম্পর্ককে পরীক্ষা করেছে, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপের সাথে পুনরায় সম্পর্কে জড়িত হতে দৃঢ় সংকল্পবদ্ধ।”

চীন, রাশিয়া ও ইরানের দ্বারা উত্থাপিত চ্যালেঞ্জগুলির বিরুদ্ধে অবশ্যই দৃঢ় থাকতে হবে বলে বাইডেন তার মিত্রদের বলেন যে, রাশিয়া ট্রান্স-আটল্যান্টিক জোটকে দুর্বল করার চেষ্টা করছে এবং চীন অবমাননাকর অর্থনৈতিক চর্চা করছে।” 

বাইডেন উপহার হিসাবে- বৈশ্বিক করোনাভাইরাস টিকা প্রদান কর্মসূচির জন্য ৪০০ কোটী ডলারের প্রতিশ্রুতি, প্যারিস জলবায়ু চুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পুনরায় যোগদান এবং প্রায় ২০০০ কোটি ডলার ব্যয়ের সম্ভাবনার ঘোষণা দিয়ে বলেন এসকল উদ্যোগ মার্কিন যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক অর্থনীতি উভয়কেই শক্তিশালী করবে।

বাইডেন গতকাল শুক্রবার ভিডিও কনফারেন্সে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা এবং জাপানের নেতাদের সাথে নির্বাচিত হওয়ার পর এই প্রথম সাক্ষাত করলেন। তিনি এই গ্রীষ্মে যুক্তরাজ্য আয়োজিত প্রত্যক্ষ সম্মেলনে তাদের সাথে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন বলে জানান।

প্রেসিডেন্ট বাইডেনের এই ভাষণ বহুপক্ষীক আন্তর্জাতিক সম্পর্কে আমেরিকার পুনরায় ফিরে আসার ইঙ্গিত দিয়েছে। তার বক্তব্যের মূল প্রতিপাদ্য ছিল “আমেরিকা ফিরে এসেছে”; এই বক্তব্যের মাধ্যমে তিনি বিশ্বব্যাপী সকল নেতৃবৃন্দকে তার ইতিবাচক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটালেন। বিশ্বব্যাপী টিকা প্রদানে তার সহায়তা এবং প্যারিস জলবায়ু চুক্তিতে পুনরায় যোগদানের ঘোষণা নূতন দিগন্তের উন্মোচন ঘটাবে বলেই অনেকের ধারনা।

তথ্যসূত্রঃ সি এন এন, আল জাজিরা, বি বি সি 

SHARE THIS ARTICLE