আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ হন্ডুরাসের তিনজন অভিবাসনপ্রত্যাশী মেক্সিকো উপসাগরে ডুবে গেছে। এ নৌকাডুবির ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৪ জন। ডুবে যাওয়া ওই নৌকা থেকে আরও ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের একজনের বয়স ১২ বছর। মেক্সিকোর ভেরাক্রুজ উপকূলের গভর্নর গারসিয়া সোমবার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, নৌকাটি দৃশ্যত উপকূলে ডুবে যাওয়ার পর উদ্ধারকারীরা সাগর থেকে চার অভিবাসী, হন্ডুরানদেরও জীবিত অবস্থায় উদ্ধার করে। নিখোঁজ অভিবাসীদের জন্য এখনও অনুসন্ধান চলছে। মেক্সিকান নেভি এব্যাপারে কাজ করছে।
এদিকে সুচিয়াতি নদীতে বাবা এবং তার ৭ বছর বয়সী সন্তানের মৃতদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে অভিবাসন কর্মকর্তারা।
বাবার বয়স ৩৬ বছর। তারা এল সালভাদরের নাগরিক ছিল। মঙ্গলবার তাদের দেহ এল সালভাদরে হস্তান্তর করা হবে।
মেক্সিকান এবং গুয়েতেমালা বর্ডার গার্ড সীমান্তে নিরাপত্তা জোরদার করার পরও পাচারকারীদের সাহায্যে প্রায়ই অভিবাসীরা সীমান্ত অতিক্রম করছে। গুয়েতেমালা সীমান্তের কাছেই একদিন এক শহরে দুর্ঘটনায় ৪ জন অভিবাসী মারা যায় এবং কমপক্ষে ১৬ জন আহত হয়। একটি কার্গো ট্রাকে করে তাদের স্যান জুয়ান চামুলা শহরে নিয়ে যাওয়া হচ্ছিল।
প্রসিকিউটর অফিস মৃতদের পরিচয় শনাক্ত না করতে পারলেও জানিয়েছে, জীবিতদের মধ্যে ৯ জন হন্ডুরায়, ৪ জন গুয়েতেমালা, একজন নিকারাগুয়ান এবং একজন ইকুয়েডরীয় এবং আরও একজনের পরিচয় প্রকাশ করা হয় নি।