মেহেদির রঙ না শুকাতেই আয়ারল্যান্ড প্রবাসী স্বামীর মৃত্যু, আয়ারল্যান্ড প্রবাসীরা শোকাহত

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ববধূর হাতের মেহেদির রঙ না শুকাতেই না ফেরার দেশে চলে গেছেন টগবগে যুবক মঞ্জুরুল কাদের রিজভী। এমন মৃত্যুর সংবাদ শোনার পর থেকেই স্ত্রী বাকরুদ্ধ। গতকাল রাতে বাংলাদেশে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঞ্জুরুল কাদের রিজভী একজন কর্ক আয়ারল্যন্ড প্রবাসী। তার মৃত্যুর পর শোকে পাথর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও প্রতিবেশীরা।

মঞ্জুরুল কাদের রিজভীর স্বপ্ন ছিলো বিয়ের পর বউকে নিয়ে প্রবাসে অবস্থান করা। জানা যায় তিনি ১৩ বছর পর বাংলাদেশে ফেরে। নিয়তির নির্মম পরিহাস তার বিবাহের পর নববধূর হাতের মেহেদির রঙ না শুকাতেই স্বামীর মৃত্যু হল।

মঞ্জুরুল কাদের রিজভীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আয়ারল্যান্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সংগঠনিক সম্পাদক রফিক খান।

রফিক খান বলেন, মঞ্জুরুল কাদের রিজভীর মৃত্যুতে আয়ারল্যান্ড প্রবাসী বাংলাদেশীরা গভীর শোকাহত। কর্ক শহর সহ আয়ারল্যন্ড প্রবাসীদের মাঝে বইছে শোক ছায়া। ছোট ভাইর মত জানতাম। কর্ক শহরের সকলেই ওকে ভালো জানতো হাসিখুশি সধাআলাপি। পরিশ্রমী ছেলে এভাবে পৃথিবী থেকে বিদায় নেবে তা কল্পনাও করতে পারছি না। আল্লাহ ওকে বেহেস্ত নসিব করুক আমিন

SHARE THIS ARTICLE