রফিকুল ইসলাম মাদানীকে কাশিমপুর কারাগারে স্থানান্তর

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানীকে গাজীপুর জেলা করাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ স্থানান্তর করা হয়েছে। গতকাল শনিবার সকাল সোয়া ৯টায় র‍্যাব-পুলিশের কড়া প্রহরায় তাকে স্থানান্তর করা হয়।

এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গাজীপুর জেলা কারাগারের সুপার বজলুর রশিদ আখন্দ। রফিকুল ইসলাম গতকাল সকাল ১০টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌঁছান বলে কারা সূত্রে জানা গেছে। গত বৃহস্পতিবার সকালে তাকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলামের আদালতে হাজির করা হয়। তখন আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাষ্ট্রবিরোধী, উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রফিকুল ইসলামের বিরুদ্ধে গত ৮ এপ্রিল র‍্যাব বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গাজীপুরের গাছা থানায় মামলা করে। পরে ঢাকায় তার নামে আরও একটি মামলা করা হয়।

এর আগের দিন ৭ এপ্রিল ভোরে রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা থেকে তাকে আটক করে র‍্যাব। 

SHARE THIS ARTICLE