শহীদ মিনার

শহীদ মিনার
জিন্নুরাইন জায়গীরদার

শহীদ মিনার, ঠিকানা তোমার
কোথায়?
জনতার আজো বাকি রয়ে গেছে জানার
শহীদ মিনার,
তুমি সাত দশকের ইতিহাসের, এক দীপ্ত দামাল রানার
জনতার কাঁধে প্রথম তুলে দিলে, বিজয়ের হাতিয়ার
কণ্ঠে জাগালে সুরেলা গানের বাহার
বজ্র মুঠিতে, শক্তি জোগালে, মাতৃভাষায় লিখার
জানা হয়ে গেল,
মাথা উঁচু করে বেচে থাকা, বাঙালী জাতির শ্বাস্বত অধিকার
সুযোগ দিলেনা, বারুদের ভয়ে থামার
আদেশ দিলে,
রনদামামায় মিছিলে মিছিলে যাবার,
আলপনাটি এঁকে দিতে দিলে, বুকের রক্তে আমার।
শহীদ মিনার,
তোমার শিখরে আঁকা ছিল এক, বিশ্ব জয়ের আধার
তোমার বেদিতে লিখা ছিলো এক, স্বাধীন দেশের পাথার
লাল সবুজের পতাকা হাতে,
ডাক দিয়েছিলে,
এগিয়ে এসো সময় হয়েছে নূতন যুদ্ধে যাবার।
শহীদ মিনার, ঠিকানা তোমার
কোথায়?
জনতার আজো বাকী রয়ে গেছে জানার
চেয়ে দেখো চারিদিকে আজ,
আবার জমেছে, মূল্যবোধের অবক্ষয়ের পাহাড়
গণতন্ত্র, আজ হয়ে গেছে যেন, স্বৈরতন্ত্রের আহার
কণ্ঠ আমার রুদ্ধ করেছে, দুর্নীতির ঐ সীমার।
শহীদ মিনার,
জনতারে তুমি, জাগিয়ে তোল আবার
অগ্নিঝরা বজ্রকন্ঠে শক্তি জাগাও ভাষার
দুর্নীতি আর স্বৈরতার,
সময় এসেছে গোরস্থানে যাবার
শহীদ মিনার,
ঠিকানা তোমার কোথায়?
জনতার আজো বাকি রয়ে গেছে জানার।।
২১শে ফেব্রুয়ারি ২০২১ইং

SHARE THIS ARTICLE