সমতা ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে জার্মানিতে তৃতীয় ও রুপান্তরিত লিঙ্গের মানুষের সমাবেশ

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ বিশ্বব্যাপী নির্যাতিত, অবহেলিত ও ন্যায্য অধিকার থেকে বঞ্চনার শিকার তৃতীয়, রুপান্তরিত ও অসম লিঙ্গের মানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রতি বছরের মতো শনিবার ২৪শে জুলাই জার্মানির বার্লিনের রাজপথে অনুষ্ঠিত হয়ে গেল ৪৩তম  ক্রিস্টোফার স্ট্রিট ডে বা ক্রিস্টোফার পথ দিবস।সমাজের প্রচলিত ভ্রান্ত ধারণাকে বদলে দিতে প্রতিনিয়ত নিপীড়নের শিকার সেসব অবহেলিত-উপেক্ষিত নাগরিকদের মর্যাদা প্রতিষ্ঠায় শনিবার বার্লিনে রাস্তায় জড়ো হয় নানা বর্ণের, ধর্মের হাজারো মানুষ। সঙ্গীত, বাজনা বাদ্যে জানানো হয় সেসব অবহেলিত-উপেক্ষিত নাগরিকদের দাবী।পথ দিবসে যোগ দেয়া লাখ খানেক মানুষের প্রায় প্রত্যেকেই মনে করেন যুগ যুগ ধরে অধিকার বঞ্চিত নির্যাতিত-নিপীড়িত তৃতীয়, রুপান্তরিত ও সমলিঙ্গের মানুষের অধিকার একদিন সুনিশ্চিত হবে। তবে শংকার বিষয় পথ সমাবেশে যোগ দেয়া অনেকেরই মুখে ছিলনা করোনা থেকে সুরক্ষা দেবার মাস্ক, ছিলনা দুরত্ব বজায় রাখার বিষয়টিও। সমলিঙ্গের মানুষের অধিকারের পথ সমাবেশটি পোস্টডামার প্লাট্জ হয়ে ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গার গেটের সামনে দিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চারলট্টেনবার্গে গিয়ে শেষ হয়।

SHARE THIS ARTICLE