সৌদিতে গ্রেপ্তার আরও ১৫ হাজারের বেশি প্রবাসী

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে সৌদি আবর। সর্বশেষ গত এক সপ্তাহে আরও গ্রেপ্তার করা হয়েছে ১৫ হাজারেরও বেশি প্রবাসীকে। তবে নতুন করে গ্রেপ্তারদের মধ্যে কোন দেশের কতজন তা জানানো হয়নি।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২০ জানুয়ারি থেকে থেকে ২৬ জানুয়ারি এই সময়ে গ্রেপ্তার করা হয়েছে ১৫ হাজার ৬৯ জনকে।

দেশটিতে অবৈধ অবস্থান, কাজ ও সীমান্ত নিরাপত্তাবিধি লঙ্ঘনের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করার কথা জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।

সৌদি জেনারেল ডিরেক্টসর অব পাসপোর্ট (জাওয়াজাত) ও বিভিন্ন নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

সৌদি আরবে তিন দিনে গ্রেপ্তার ২৪ হাজার প্রবাসী - 24 Live Newspaper - Bangla

প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ দেশব্যাপী অভিযানে মোট গ্রেপ্তারদের মধ্যে ১৩ হাজার ৬২০ জন আবাসিক নিয়ম লঙ্ঘনে, ৫ হাজার ১১৭ জন সীমান্ত নিরাপত্তাবিধি লঙ্ঘন এবং ১ হাজার ৭৪৩ জন শ্রমবিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হয়েছেন।

এছাড়া ২৭৪ জনকে সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশে চেষ্টার সময় গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৫৫ ভাগ ইয়েমেনি নাগরিক, ৪২ ভাগ ইথিওপিয়ান এবং বাকি ৩ ভাগ অন্যান্য দেশের নাগরিক।

এ নিয়ে গ্রেপ্তারদের মধ্যে মোট ৯৬ হাজার ৫০৪ জনকে অবৈধ অভিবাসীকে বিচারের আওতায়  আনা হয়েছে। যাদের মধ্যে ৮৬ হাজার ১৯ জন পুরুষ। অবশিষ্ট ১০হাজার ৪৮৫ জন নারী।

সৌদিতে ৩ দিনে ২৪ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার – OneBanglaNews

গ্রেপ্তার মধ্যে ৮৪ হাজার ৯৬৬ জনের বিষয়ে কূটনৈকি মিশনের অবহিত করা হয়েছে। তাদেরকে জেলে পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, যাঁরা বিধি ভঙ্গকারীদের সৌদিতে প্রবেশের সুবিধা দেন, তাঁদের পরিবহন করেন, আশ্রয় দেন বা অন্য কোনো ধরনের সহায়তা দেন, তাঁদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড, ২ লাখ ৬০ হাজার ডলার পর্যন্ত জরিমানা ও সম্পদ বাজেয়াপ্ত করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে যে, কেউ যদি সীমান্তের নিরাপত্তা বিধি লঙ্ঘন করে সৌদিতে প্রবেশের জন্য কাউকে সহায়তা করতে গিয়ে ধরা পড়ে অথবা তাকে পরিবহন বা আশ্রয় বা যেকোন উপায়ে সহায়তা বা সেবা প্রদান করে, তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হবে। এছাড়া স্থানীয় গণমাধ্যমে তাদের নাম প্রচারের পাশাপাশি ১ মিলিয়ন সৌদি রিয়াল পর্যন্ত জরিমানাসহ তাকে দেশ থেকে বরখাস্ত করা হবে।

SHARE THIS ARTICLE