আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালকবিহীন বৈদ্যুতিক গাড়ির (ইভি) ঘোষণা দিল সৌদি আরব। দুর্ঘটনা কমিয়ে আনা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। পরিবহন বিভাগের উপমন্ত্রী ড. রুমাইহ আল রুমাইহ সম্প্রতি পরীক্ষামূলকভাবে রিয়াদ বিজনেস ফ্রন্টে ‘দাহাইনা’ প্রকল্প উদ্বোধন করেছেন। উন্মোচন করা হয়েছে নতুন ইভির। খবর অ্যারাবিয়ান বিজনেস।
দেশে ইভি প্রযুক্তির গ্রহণযোগ্যতা ও সচেতনতা বৃদ্ধি নিয়ে কাজ করছে সৌদি আরব। পরিচয় করিয়ে দেয়া হচ্ছে সমসাময়িক যোগাযোগব্যবস্থার সঙ্গে। শিগগিরই সে অনুযায়ী প্রণীত হবে নতুন নীতিমালা। চালকবিহীন বৈদ্যুতিক গাড়ি প্রবর্তনের জন্য গৃহীত কৌশল ভবিষ্যৎ যোগাযোগব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করেন উপমন্ত্রী। সেখানে রিয়াদ বিজনেস ফ্রন্টের মালিকানা আরওএসএইচএন গ্রুপের। প্রতিষ্ঠানটি কাজ করছে হাঁটার সুবিধাযুক্ত পথ ও পরিবেশবান্ধব যোগাযোগের উন্নয়ন নিয়ে। গ্রুপের প্রধান উন্নয়ন কর্মকর্তা উসামা কাব্বানি বলেন, ‘ সৌদি আরবের যোগাযোগ ব্যবস্থার অগ্রগতিতে দাহাইনা প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
প্রাথমিক উদ্দেশ্য হলো চালকবিহীন গাড়ি চালুতে সংশ্লিষ্ট পরিকল্পনার সমন্বয় ও যথাযথ নীতিমালা প্রণয়ন। তার মাধ্যমে গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করা। পরিষেবাকে সহজ করা ও বিনিয়োগকারীদের জন্য খাতটিকে আকর্ষণীয় করা। সম্প্রতি সৌদি আরব পরিবহন খাতের আধুনিকায়নে জোর দিয়েছে। রেলপথ, সমুদ্রপথ, আকাশপথে যুক্ত হচ্ছে নিত্যনতুন প্রযুক্তি। গ্রহণ করা হচ্ছে নতুন নীতিমালা। চাচ্ছে বেসরকারি খাতকে শক্তিশালী করতে। তার জন্য অংশীদারত্বের কথা ভাবছে বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে।