স্পেনে অগ্ন্যুৎপাতের ঘটনা: জ্বলন্ত লাভার প্রবাহে ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ

আইরিশ বাংলাপোস্ট ডেস্কঃ গতকাল ১৯শে সেপ্টেম্বর, রবিবার বিকাল ৩টা ৩০ মিনিটে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের “লা-পালমায়” আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটেছে। এই অগ্নুৎপাতের ফলে অফুরন্ত জ্বলন্ত লাভা ছড়িয়ে পড়েছে স্থানীয় অঞ্চলে এমনকি পাশাপাশি বাড়িঘর পর্যন্ত ধ্বংসপ্রাপ্ত হয়েছে। প্রাণহানি এড়াতে লা পালমার গ্রামগুলো থেকে ৫ হাজারের বেশি নাগরিককে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।  

জানা গেছে, “কামরি ভেজা (Cumbre Vieja)”  নামক এই আগ্নেয়গিরি থেকে অগুৎপাতের ফলে  ১৫ মিটারের বেশি উচ্চতার জ্বলন্ত লাভার প্রবাহে এল পালমারের ২০টির বেশী ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, বেশকিছু গুরুত্বপূর্ণ সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

La Palma, Canary Islands: eruption and seismic crisis Sep 2021 - news and  activity updates / VolcanoDiscovery

লা-পালমা দ্বীপের দক্ষিণে জনবহুল এলাকায় আগ্নেয়গিরি থেকে উদ্গিরিত লাভার একটি বিশাল নদী প্রবাহিত হওয়ায়, এল-পাসো এবং লস-ল্লানোস ডি আরিডেন সহ চারটি গ্রামের সকল মানুষকে সম্পূর্ণভাবে সরে যাবার  নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে আগ্নেয়গিরির নাটকীয় ভিডিও ফুটেজে দেখা যায় যে, পাহাড়ের ধার ধরে পাঁচটি ফাটল থেকে উত্তপ্ত লাভা পাহাড়ের নীচের দিকে নেমে আসার ফলে উক্ত অঞ্চলে ধ্বংসযজ্ঞ চলছে। লাভার প্রজ্বলিত ফোয়ারা আকাশে শত শত মিটার উপরে উঠে অগ্নিবৃষ্টি সৃষ্টি করছে এবং গলিত পাথরের কমপক্ষে তিনটি কমলা রঙের নদী পাহাড়ের নীচে ধাবিত হচ্ছে যার ফলে জঙ্গলে এবং কৃষি জমিতে গভীর ক্ষত তৈরি হয়েছে।

কয়েকশত মিটার লম্বা এবং দশ মিটার চওড়া লাভার একটি স্রোত, একটি রাস্তা অতিক্রম করে এল-পাসোতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘরগুলিকে গ্রাস করতে শুরু করে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা অন্যান্য ফুটেজে দেখা গেছে যে, লাভা কিছু বাড়িতে প্রবেশ করছে, যেখানে লাভার বিশাল নদী পাহাড়ের পাশের বাড়ির দীর্ঘ সারির কাছে বিপজ্জনকভাবে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় মেয়র সার্জিও রডরিগেজ জানান, জ্বলন্ত অগ্নিকুণ্ডের লাভা পার্শ্ববর্তী গ্রাম লস লানোস ডি আরিদানেও ছড়িয়ে পড়েছে। এখান থেকেও মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। পুরো পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। 

উল্লেখ্য, গত সপ্তাহে স্পেনের ভৌগলিক ইন্সটিটিউট থেকে ওঁতর অঞ্চলে ভূকম্পনের কথা জানিয়ে অগ্নুৎপাতের সম্ভাবনার কর্তৃপক্ষকে আগাম জানিয়ে দেয়। অত্র অঞ্চলে সবমিলিয়ে ২২ হাজার বার ভূমিকম্প অনুভুত হওয়ার পর লা পালমায় এই আগ্নেয়গিরির অগুৎপাতের বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ১৯৭১ সালে স্পেনের তেনেগুয়ায় সর্বশেষ অগ্নুৎপাতের ঘটনা ঘটেছি, এরপর স্পেনে গতকালের এই অগ্ন্যুৎপাত ঘটলো।

সংবাদসূত্রঃ বিবিসি, রয়টার্স 

SHARE THIS ARTICLE