
হৃদয়ে লেখা
এ,কে,আজাদ
একুশ তুমি লুকিয়ে আছো
লক্ষ কোটি প্রাণে,
বাংলার ঘরে ঘরে প্রাণের স্পন্দন
হেমান্তের সোনালী ধানে।
ভাষার জন্য প্রাণ দিয়েছে
ভূবন জুড়ে কি কেউ ?
আছে কি কোথাও
হৃদয় জাগানো চাপা কান্নার ঢেঊ?
সালাম জব্বর রফিক বরকত
সাথে লাল সবুজের দল,
গর্জে উঠা মিছিল ছিল
বাঙ্গালীদের বল।
হায়ানাদের বুলেটে রাঙ্গায়ে গেল
রাজপথের ঢল,
সবুজ যেন লাল হল আজ
ঐ নিরব কোলাহল।
সেই থেকে একুশ যেন ঘুমিয়ে আছে
এই লাল সবুজের বুকের নিগূড়ে,
তোমায় স্মরি, তোমার বুলি ধারণ করি
যেন রাত্রি দিন দুপুরে।
একুশের প্রভাতে গাঁথা ফুলের মালা
পড়াবো কোন বীর সেনার গলে?
সে নিশিতে নিদ নাহি যে
আঁখি ভরে জলে।
বাংলায় যারা একুশ আনলো,
তাঁরা স্মৃতি ভরা সম্মান,
যতদিন রবে ভুবন মোদের
থাকিবে তারা চিরঅম্লান।
২১/০২/২০২১ইং