আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ পাঁচদিনের দীর্ঘ আলোচনার পর ২১শে জুলাই মঙ্গলবার অবশেষে ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়ন নেতৃবৃন্দ ৭৫০ বিলিয়ন ইউরোর কোভিড-১৯ মহামারী পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার তহবিল গঠনে সম্মত হয়েছে। ইউরোপিয়ান কমিশন এই অর্থ থেকে ৩৯০ বিলিয়ন ইউরো সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ সদস্য দেশগুলোকে অনুদান হিসেবে প্রদান করবে যা ভবিষ্যতে পরিশোধ করতে হবেনা। এই তহবিলের বাকী অর্থ ঋণ হিসেবে প্রদান করা হবে যা সদস্য দেশগুলো ভবিষ্যতে পরিশোধ করে দেবে। এ ছাড়া ই ইউ নেতৃবৃন্দ ২০২১-২৭ সালের জন্য ১.১ ট্রিলিয়ন ইউরোর নূতন বাজেটেও সম্মত হোন। এই চুক্তির ফলে ইউরোপিয়ান ইউনিয়ন সর্বমোট ১.৮ ট্রিলিয়ন ইউরো ব্যয়ের ক্ষমতা সৃষ্টি করলো। �এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের পর ই ইউ নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, “এটা একটি উচ্চাকাঙ্ঘী এবং বিশাল অর্থনৈতিক পরিকল্পনা। ইউরোপিয়ান ইউনিয়নের সকল সদস্যের স্বার্থে সংকট মোকাবেলায় এটি অভূতপূর্ব। চিরাচরিত এবং অসাধারণ সময়ে সমন্বিত একটি অর্থনৈতিক পুনরুদ্ধার চুক্তি।” �এই চুক্তিতে তিনটি মূল বিষয়ের দিকে লক্ষ্য রাখা হয়েছেঃ প্রথমতঃ মহামারী পরবর্তী সময়ে ব্যাবসা বাণিজ্যকে পুনরায় উদ্দীপ্ত করাসহ সকলকে কাজে ফিরিয়ে আনা দ্বিতীয়ত অর্থনৈতিক পরিকল্পনাকে সংশোধন করে দীর্ঘস্থায়ী ব্যাবস্থা সৃষ্টি করা আর তৃতীয়ত ভবিষ্যতের সংকট মোকাবেলার জন্য আগাম প্রস্তুতি গ্রহণ। �আয়ারল্যান্ডের প্রধানমংত্রী মিহল মার্টিন এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন। আশা করা যাচ্ছ, এই চুক্তির ফলে আগামী দুই বছরে কোভিড-১৯ মোকাবেলায় আয়ারল্যান্ড প্রায় ১.৩ বিলিয়ন ইউরো পাবে একই সাথে ব্রেক্সিটের কারণে অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে ৫ বিলিয়ন ইউরোর বিশাল তহবিল থেকেও একটি বড় অংশ আয়ারল্যান্ড পাবে। �সূত্রঃ বিবিসি, আইরিশ টাইমস, আর টি ই