আয়ারল্যান্ডে উৎসব-আনন্দে ম্যৎস শিকার করলেন কমিউনিটি ব্যাক্তিবর্গ (ভিডিও)

শিপন দেওয়ান আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ কথায় বলে শখের তোলা লাখ টাকা। শখের বসে আয়ারল্যান্ডে বসবারত কমিউনিটি ব্যাক্তিবর্গ মাছ ধরার উতসবে মেতে উঠে। মাছ ধরার উৎসব দেখলে মনে হয়, সত্যিই আমরা মাছে ভাতে বাঙ্গালি। গত সোমবার ওয়াটারফোর্ডের ডানমোর ইস্টে শৌখিন মাছশিকারিরা বড়শি দিয়ে মাছ শিকার করেন। সাগরে ছিপ-বড়শি ফেলাতেই শৌখিন মৎস্যশিকারিদের যত আনন্দ।

টোপ আর মাছের এই খেলা মেটায় কারও শখ অথবা নেশা, সব কিছু মিলিয়ে চমৎকার একটি দিন উপভোগ করেছেন শৌখিন মাছশিকারিরা বন্ধু মহল। দশ সদস্য বিশিষ্ট দলের মধ্যে ছিলেন আয়ারল্যান্ডে অত্যন্ত সুপরিচিত কমিউনিটি ব্যক্তিবর্গ

১) জনাব মাসুদ সিকদার ২) জনাব সাইফুল ইসলাম ৩) জনাব শাহরিয়ার ৪) জনাব মির মামুন ৫) জনাব ফরহাদ উদ্দিন সান্ত ৬) জনাব মহিউদ্দিন লিংকন ৭) জনাব কাজী কবির ৮) জনাব আফতাব আহমেদ ৯) জনাব সুশান্ত ১০) জনাব শিপন দেওয়ান

আইরিশ বাংলাপোষ্টের সঙ্গে একান্তই সাক্ষাৎকারে তারা বলেন মাছ শিকার করার অনুভূতি অসাধারণ। বিশেষ করে আবহাওয়া অনুকূলে থাকায় মাছ শিকার করার পাশাপাশি চমৎকার আড্ডায় মেতে উঠেন সবাই। মাঝে মাঝে চা নাস্তার বিরতি দেয়া হত। বিশাল এই সাগরে মত বিশাল মনের শৌখিন মানুষগুলো আজীবন এই দিনটিকে মনের সৃতিতে আগলে রাখবেন।

SHARE THIS ARTICLE