মসজিদ রয়েছে জানতাম না, আমি আল্লাহ পাকের কাছে ক্ষমাপ্রার্থী: মুনমুন (ভিডিও)

চিত্রনায়িকা মুনমুন মসজিদের সামনে নাচের ঘটনায় ক্ষমা চেয়েছেন।‘আমি আল্লাহ পাকের কাছে ক্ষমাপ্রার্থী, আর আপনাদের অনুভূতিতে যদি আঘাত হেনে থাকি, তাহলে আপনাদের বোন হিসেবে, প্রিয় নায়িকা হিসেবে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন’এভাবেই এক ভিডিও বার্তায় ক্ষমা চাইলেন চিত্রনায়িকা মুনমুন। তিনি বলেন, যেখানে নেচেছি আমি যদি জানতাম ওখানে মসজিদের রয়েছে তাহলে নাচতাম না কখনই। তারপরেও যদি আমার এই ঘটনায় কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে সকলের কাছে আমি ক্ষমা চাইছি।  আমার ক্যারিয়ারে বদনাম কম আছে। আমার ফিল্ম ইন্ড্রাস্টিতে প্রশংসাই বেশি আছে। যারা আমাকে নিয়ে ট্রল করছেন তাদের প্রতি অনুরোধ আসল ব্যাপারটা জেনে ট্রল করুন।

মুনমুন আরো বলেন, সেখানে যদি মসজিদ থাকতো? একজন ইমাম যদি থাকতেন? মসজিদের কর্মচারীরা যদি থাকতেন তারা কি কখনো সেখানে নাচ-গান করতে দেবেন? যেহেতু সেখানে কেউ কোন বাধা দেয়নি, এর পেছনে নিশ্চয় অন্য ঘটনা রয়েছে। আছরের নামাজের কিছুক্ষণ পর আমরা সেখানে উপস্থিত হয়েছি। আমি কোনো মুসুল্লিকে দেখিনি যে ওখানে বসে নামাজ পড়ছেন, বা ওখানে কোনো মুসুল্লি নামাজের টুপি পরে উপস্থিত ছিলেন।

এলাকাবাসীর বরাত দিয়ে মুনমুন দাবি করেন, নদী ভাঙনে বিলীন হয়ে যাওয়া একটি মসজিদের সাইনবোর্ড এনে সেখানে রাখা হয়েছিল। তারপরেও আমি আমার নিজের ভূল স্বীকার করছি। আমি তখন যথেষ্ট সচেতন ছিলামনা। আমার নাচের যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা টাঙ্গাইলের সখীপুরের ঘটনা।

SHARE THIS ARTICLE