চেনা মুখ
“সৈয়দা সুলতানা রুমা”
চির চেনা সেই মুখ
চেনা দু’নয়ন,
নীরবে ভাবি একা
খুঁজি সুখের অনুরণ।
ঝলমলে সেই চুল
চেনা নির্মল হাসি,
দেখেছি নয়ন ভরে
হয়নি বলা “ভালোবাসি”
অপূর্ব চোখে অপলক দৃষ্টি
ভাবনায় সারাক্ষণ,
খানিকেই হাঁটে মন
অতীতে কিছুক্ষণ।
সুদর্শন সেই চলা
খোশমেজাজে কথা বলা,
মধুর সেই ক্ষণ গুলো
হয়ে গেল অচেনা।
তবু এতো প্রেম!
কেন এতো চাওয়া?
যায় দিন যায় রাত
বাড়ে শুধু মায়া।
প্রাণ ভরে হয়নি দেখা
রেখেছি আশা অন্তরে,
জড়াবে যখন বুকপাজরে
দেখবো তোমায় দুচোখ ভরে।
অনুভবে আছো প্রিয়
আছো হৃদস্পন্দনে,
বিশ্বাসের হাত বাড়িয়ে শেষে
জড়িয়ে নিলে বন্ধনে।
নি:শ্বাস বলে তুমি আমার
ধমনী ও বলে তাই,
ভুবনে তুমি সেরা উপহার
পরজনমে ও,,
আমি তোমাকেই চাই।।