বটতলার মেলা

বটতলার মেলা
সাইফুদ্দিন শাহীন


এখানে বসেছে বটতলার মেলা
ঝাঁক ঝাঁক তরুণ তরুণী
কিশোর কিশোরী শিশু বৃদ্ধ
তাদের হৃদয় বিছিয়ে বসেছে
বটতলায় মাটির দোকান ঘরে ।
কেউ কিনছে ভালোবাসা,কেউ
হিংসা,কেউবা লোভের পেয়ালা;
কেউ কিনছে অন্ধকার
মৃত্যুযন্ত্রণা হতাশার ভেলা ।
কেউ ঘুরছে নাগরদোলায় নগর
কিনবে বলে, কেউ রাধছে চড়ুইভাতি
শিশু সুলভ মনে,
কেউ হাসছে কেউবা কাঁদছে
কেমন রঙের মেলা ,
বটতলাতে আজকে যেন
সবাই আপন ভোলা
বিচিত্র সব পণ্যে ভরা
বটতলার মেলা ।

SHARE THIS ARTICLE