
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ প্রজাতন্ত্রী আয়ারল্যান্ডে গত বছরের ৩০শে ডিসেম্বর মধ্যরাত থেকে আরোপিত লেভেল ৫, লক ডাউন আজ ১২ই এপ্রিল থেকে কিছুটা শিথিল করা হচ্ছে। ১০০ দিনেরও বেশী সময় ধরে কঠোর বিধিনিষেধের আওতায় থাকার পর সংক্রমণ এবং মৃত্যু অনেকখানি কমে আসলেও, এখনও প্রতিদিন ৩০০-৪০০ জন নূতন করে সংক্রমিত হচ্ছেন ৫০ লক্ষ মানুষের এই দেশে। তবুও দীর্ঘ দিন পর ২০২১ সালে প্রথমবারের মতো কোভিড-১৯ বিধিনিষেধের কিছুটা শিথিল করা হলো এবং এই শিথিলতা ধীরে ধীরে আরও বাড়ানো হবে।
চলুন দেখা যাক আজ থেকে কি কি শিথিলতা আসছে:
১। ভ্রমণ সীমাবদ্ধতাঃ ভ্রমণ সীমাবদ্ধতা ৫ কিলোমিটার শিথিল হবে যার ফলে লোকেরা তাদের কাউন্টির মধ্যে যে কোনও জায়গায় ভ্রমণ করতে পারবে আর কাউন্টির সীমানা পেরিয়ে গেলে ২০ কিলোমিটার পর্য্যন্ত ভ্রমণ করতে পারবে।
২। প্রত্যক্ষ শিক্ষণঃ সমস্ত শিক্ষার্থীদের জন্য সকল স্কুল পুরোমাত্রায় খুলে দিয়ে প্রত্যক্ষ শিক্ষকের ক্লাসরুমে শিক্ষা পদ্ধতি ফিরে আসবে।
৩। বাড়ির বাহিরে দেখা সাক্ষাতঃ দুটি ঘরের বসবাসকারিরা তাদের ঘরের বাইরে সামাজিক এবং বিনোদনের উদ্দেশ্যে মিলিত হতে পারবেন কিন্তু তাদের ঘরের ভিতরের বাগানে নয়।
৪। অনুরোধঃ সকলকে অনুরোধ করা হচ্ছে যে, ঘরের বাহিরে দুটি পরিবার সামাজিক বা বিনোদনের উদ্দেশ্যে মিলিত হলেও যেন তারা মুখোশ পরিধান অব্যাহত রাখেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখেন।
৫। আবাসিক নির্মানঃ সমস্ত আবাসিক নির্মাণ পুনরায় আরম্ভ করতে পারে, পাশাপাশি প্রাথমিক শিক্ষা এবং শিশু যত্ন প্রকল্পগুলিও শুরু করা যেতে পারে।
৬। উচ্ছেদঃ উচ্ছেদের উপর স্থগিতাদেশের মেয়াদ আজ থেকে শেষ হলো। প্রথমদিকে যে কোনও ব্যক্তিকে তাদের আবাসন ছাড়ার জন্য ২৩শে এপ্রিল পর্য্যন্ত সময় দেয়া অত্যাবশ্যক।