আয়ারল্যান্ডের কর্ক সিটির পরিচিত প্রিয় মুখ ফয়েজুল্লাহ সিকদার ভাইয়ের সুস্থতার জন্য দোয়ার আবেদন

রফিক খান, কর্ক, আয়ারল্যান্ডঃ আয়ারল্যান্ডের কর্ক সিটির পরিচিত প্রিয়মুখ সাদা মনের মানুষ আয়ারল্যান্ড আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা সহ – সভাপতি ও বঙ্গবন্ধু ফাউডেসন সভাপতি ফয়েজুল্লাহ সিকদার গত ৯ এপ্রিল সকালে হার্ট এটাক করেছেন। বর্তমানে তিনি কর্ক ইউনেভারসিটি হাসপাতালে আইসিইউতে আছেন।

উনার হর্টের তিনটি ব্লক ধরা পরেছে। হার্টে রক্ত ক্ষরণ হয়েছে । বর্তমানে উনার শরীর অনেকটাই ভালো। সব কিছু ঠিক থাকলে আজ অথবা আগামীকাল উনার হার্ট সার্জারি হবে। দয়াকরে করোনা কালীন সময়ে আপনারা হাসপাতালে ভীড় করবেন না।

তিনি এক কন্যা ও একটি পুত্র সন্তানের জনক। জনাব ফয়জুল্লাহ সিকদারের পরিবার ও উনার রাজনৈতিক শুভাকাংখী বন্ধু বান্ধব সহ কমিউনিটির সকলের কাছে দুহাত মিনতি করে উনার জন্য দোয়া ভিক্ষা চাই। আল্লাহ যেন উনাকে সুস্থতা দান করে্ন এবং আমাদের মাঝে দ্রুত ফিরিয়ে দেন। আমিন ।

SHARE THIS ARTICLE