ডিজিটাল নিরাপত্তা আইনের সংস্কার চায় জাতীয় পার্টি

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ জনগণের নিরাপত্তা ও বাকস্বাধীনতা যাতে ডিজিটাল আইনের কারণে বাধাগ্রস্ত না হয় সেদিকে নজর দিতে আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। 

আজ বেলা ১১টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে প্রাদেশিক ব্যবস্থা বাস্তবায়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জিএম কাদের। এ সময় আইনের সংস্কার দাবি করেন তিনি।

তিনি বলেন, দেশে এখন ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসায় ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করা হচ্ছে। এই আইনের সংস্কার চায় জাতীয় পার্টি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলটির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। সভায় আরও বক্তব্য রাখেন বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। 

SHARE THIS ARTICLE