পুতিনের হুঁশিয়ারির জবাব দিলেন ঋষি সুনাক

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে ডেকে কড়া হুশিয়ারি দেয়ার পর মুখ খুলেছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। পুতিনকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ভয় দেখিয়ে কোনো কাজ আদায় হবে না। শুক্রবার (৪ নভেম্বর) পোলান্ডের প্রধানমন্ত্রী মাতেউসজ মোরাউয়েকির সঙ্গে এক টেলিফোন আলাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, পোলান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোন আলাপে ঋষি সুনাক বলেছেন, ‘যুক্তরাজ্য সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি করছে। বাল্টিক অঞ্চলে ব্রিটিশ সেনারা যৌথ কর্মসূচি বাড়িয়েছে‘

টেলিফোন আলাপে মাতেউসজ মোরাউয়েকি এবং ঋষি সুনাক সম্মত হন যে, ‘ভয়-ভীতিতে কাজ হবে না, পুতিনকে এমন বার্তা প্রদান করতে হবে।’

vladimir putin did not congratulate rishi sunak amid Russia-Ukraine war  know the reason here | Russia-Ukraine War: रूसी राष्ट्रपति पुतिन ने ऋषि  सुनक को नहीं दी बधाई, जानिये ब्रिटेन के पीएम से

এর আগে মস্কোয় নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব কঠোর হুঁশিয়ারি দেয় পুতিন প্রশাসন। রাষ্ট্রদূতকে তলব ছাড়াও রাশিয়া ব্রিটেনকে বিপজ্জনক পরিণতির হুঁশিয়ারি দিয়েছে।

গত সপ্তাহে ক্রিমিয়ায় কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে সিরিজ ড্রোন হামলা হয়। ওই হামলার জন্য ইউক্রেনকে অভিযুক্ত করে রাশিয়া। সেইসঙ্গে দাবি করে, এই হামলা চালাতে ইউক্রেনকে সাহায্য করেছে ব্রিটেন। এর জবাবে বৃহস্পতিবার দেশটিতে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত ডেবোরা ব্রুনেটকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, ব্রিটেনের এমন সংঘাতময় পদক্ষেপ পরিস্থিতির তীব্রতা বাড়াবে এবং এতে করে নজিরবিহীন ও বিপজ্জনক পরিণতি বয়ে আসতে পারে।

রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, ব্রিটেনের সেনাবাহিনী ইউক্রেনের বিশেষ বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছে। যার মধ্যে সাগরে নাশকতা অভিযান চালানোর প্রশিক্ষণও আছে। রাশিয়ায় নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে এক দল ব্যক্তি ব্রিটেন সন্ত্রাসী রাষ্ট্র বলে স্লোগান দিতে থাকে।TweetShareShare

SHARE THIS ARTICLE