ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী করোনা পজিটিভ

ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী

শিপন দেওয়ান- আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আমাদের মহান মুক্তিযুদ্ধে অসামান্য ত্যাগের মহিমায় সমুজ্জ্বল। অনেকের মতো তিনিও একজন নিখাদ দেশপ্রেমিক। পরার্থে আত্মদানকারী পরম মানবহিতৈষী। অর্থাৎ একজন প্রকৃত চিকিৎসক যেভাবে মানব কল্যানে জীবন উৎসর্গ করতে হয়, সে জায়গায় তিনি শতভাগ স্বীয় মর্যাদা রক্ষায় সফল। অবশ্য মুক্তিযোদ্ধাদের অকৃত্রিম সেবাদানের গৌরবজনক অবদানের সামনে তাঁর অন্য কোনো পরিচয়ের প্রয়োজন পড়েনা। তাঁর প্রতিষ্ঠানের আবিষ্কৃত করোনা রেপিড টেস্ট কিট জনসাধারণের জন্য খুবই প্রয়োজন ছিল। স্বল্প খরচ স্বল্প সময় দুটোই সমান গুরুত্বপূর্ণ। আজ তিনি নিজেই করোনাক্রান্ত। গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হলে তার করোনা পজিটিভ আসে। রবিবার (২৪ মে) সন্ধ্যায় তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেলে তিনি পরীক্ষা করান। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটেই তার পরীক্ষা করানো হয় বলে জানান তিনি। যার ফলাফল পজিটিভ এসেছে।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘রবিবার ইফতারের পর গণস্বাস্থ্যের ল্যাবে নমুনা পরীক্ষা করার পর রেজাল্ট আসে পজিটিভ। ঘণ্টাখানেকের মধ্যে আমাকে জানিয়ে দেওয়া হলো যে আমি পজিটিভ। আমার বাসায় আমি একাই আক্রান্ত। নিজে থেকে আইসোলেশনে আছি।’
তিনি বলেন, ‘আমাদের উদ্ভাবিত কিটে ইন্টারনালি পরীক্ষা অনেক দিন ধরেই করছি। আমার পরীক্ষাও তার অংশ।
ডা. জাফরুল্লাহ চৌধুরী এখন নিজের বাসায় আইসোলেশনে আছেন। গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার কিছুদিন পর থেকে এই ভাইরাস শনাক্তরণে কিট উদ্ভাবনে নামে গণস্বাস্থ্য কেন্দ্র। ড. বিজন কুমার শীলের নেতৃত্বে বিজ্ঞানীদের একটি দল তা উদ্ভাবনও করেছে।
উদ্ভাবিত এ কিটের সক্ষমতা যাচাই চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। এ পরীক্ষায় সফলতা পেলে চূড়ান্ত র্যাপিড ডট ব্লট কিট ব্যবহারের অনুমোদন দেবে ঔষধ প্রশাসন অধিদফতর। তারপরই গণস্বাস্থ্য তাদের উদ্ভাবিত কিট সবার করোনা পরীক্ষায় ব্যবহার করা যাবে।
এ কিট উদ্ভাবন প্রক্রিয়া মিডিয়াসহ বিভিন্ন পর্যায়ে যোগাযোগের সমন্বয় করে আসছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
এপর্যন্ত নামি-দামি অনেকেই আক্রান্ত হয়েছেন। সবাই দ্রুত সুস্থ হয়ে উঠুন। আশাকরি, মহান সর্বশক্তিমান আল্লাহ তায়ালা সকলকেই আরোগ্যদান করবেন, ইনশাআল্লাহ।

SHARE THIS ARTICLE