বজ্র কণ্ঠ চাই

বজ্র কণ্ঠ চাই
ডাঃ জিন্নুরাইন জায়গীরদার

স্বৈরাচারের অনলে পুড়ছে স্বদেশ,
চারিদিকে গুম, হত্যা, ধর্ষন, বিচারহীনতার লেগেছে আবেশ,
সুপ্ত আগ্নেয়গিরির উপর আসীন, প্রকাণ্ড দৈত্যদের চলছে নিত্য সমাবেশ
দুঃশাসন, দুর্নীতি আর দুর্বৃত্তায়নে, অক্সিজেন হয়েছে নিঃশ্বেষ।
প্রতিবাদ, প্রতিরোধ, বিরোধিতা, সমালোচনা আজ পরপারে
কবরে শুয়ে আছে পরম শান্তিতে, আইন আজ বন্দী কারাগারে
হিংস্র শাবকেরা বারে বারে মারছে বিষাক্ত ছোবল
নিদ্রিত জাতি দুঃস্বপ্নের ঘোরে, আগের মত সুবিমল।
হ্যামিলনের বংশীবাদক চাই, বিদ্রোহ চাই
নূতন সংগীত চাই, কবিতা চাই
নূতন ইতিহাস চাই, শ্লোগান চাই,
জেগে উঠা প্রতিবাদীর বজ্র কণ্ঠ কোথা খুঁজে পাই।।

SHARE THIS ARTICLE