সরকারের অধীনে কওমি ছাত্ররা আর পরীক্ষা দিবে না: মামুনুল হক

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ‘যে সরকার কওমি ছাত্রদের হত্যা করতে পারে সেই সরকারের অধীনে কওমি ছাত্ররা কোনো পরীক্ষা দিবে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

আজ মঙ্গলবার (৩০ মার্চ) মামুনুল হক তার ভেরিফাইড পেজ থেকে লাইভে এসে এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘পরীক্ষা বর্জনের আরও অনেক যুক্তি আছে তা হলো, যে সরকার এরকম আচরণ করতে পারে সেই সরকারের অধীনে পরীক্ষা দেয়া কোনোভাবেই কাম্য নয়। আমাদেরকে যে স্বীকৃতি দিয়েছে তা দিয়ে তেমন কোন ভাল চাকরি পাওয়া যায় না। তাহলে আমরা কেন এই সনদের জন্য এই খুনী সরকারের অধীনে পরীক্ষা দিব। তাই আমরা সরকারের অধীনে সকল পরীক্ষা বর্জন করলাম’।

মামুনুল হক বলেন, ‘আমাদের প্রতিপক্ষ ভারতের প্রধানমন্ত্রী ছিলো না, আমাদের প্রতিপক্ষ ছিলো ব্যক্তি নরেন্দ্র মোদি। যদি ব্যক্তি মোদি না এসে ভারতের অন্য কেউ আসতো তাহলে আমাদের কোনো প্রকার সমস্যা ছিলো না। কিন্তু বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলান এই খুনি এবং মুসলমানের রক্তে রঞ্জিত মোদিকে বাংলাদেশে আসা কোনোভাবেই মেনে নিতে পারেনি। যার ফলে হেফাজতে ইসলাম মোদির আসার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ঘোষণা করে’।

SHARE THIS ARTICLE