সিদ্দিকুর রাহমান, স্পেন প্রতিনিধিঃ স্পেনের রাজধানী মাদ্রিদে মাহে রামাদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার শাহজালাল লতিফিয়া বাংলাদেশ জামে মসজিদে মসজিদ কর্তৃপক্ষের আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন মসজিদের সভাপতি মাওলানা খলিলুর রাহমান ও সঞ্চালনা করেন মসজিদের সাধারণ সম্পাদক মাওলানা আজমল হোসেন এবং ইসলামি সঙ্গীত পরিবেশন করেন ক্বারি আবু তাহের মিসবাহ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নর্থ ওয়েস্ট দারুল হাদিস লতিফিয়া ইউ কে এর প্রিন্সিপাল হযরত মাওলানা সালমান আহমদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আঞ্জুমানে আল ইসলাহ স্পেনের সভাপতি হযরত মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক এ সময় পবিত্র রামাদান উপলক্ষে আগত মুসল্লীদের প্রতি বয়ান পেশ করেন। বক্তারা বলেন আরবি মাস সমূহের নবম মাস হচ্ছে পবিত্র রমজান মাস।
রহমত, বরকত ও মাগফিরাতের মাস। আত্মশুদ্ধির মাস। রমজান ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র একটি মাস। এই মাসে সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করে মুসলিম সম্প্রদায়। রোজাকে আরবি ভাষায় সিয়াম বা সাওম, আর ফার্সিতে রোজা বলা হয়। সাওম এর শাব্দিক অর্থ বিরত থাকা। আর শরীয়তের পরিভাষায়- ফরজ রোজা রাখার নিয়তে সুবেহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত জিহ্বা অর্থাৎ কোনো কিছু পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম সাওম বা রোজা। বক্তারা আরও বলেন, রমজান মাসে নাজিল হয়েছে কুরআন। এ মাস আমলের মাস নিজেকে বিভিন্ন অন্যায় অবিচার থেকে সংযত করে তাকওয়া অর্জন করে পরবর্তী মাসগুলো সেইভাবে চলার শিক্ষা দেয় রমজান মাস।
এসময় সভায় উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা আবুল কাশেম,মাওলানা আবুল কালাম শিবলু, মাওলানা আতিকুর রহমান, আসাদুর রাহমান সাদ, আব্দুল কাইয়ুম মাসুক, রমিজ উদ্দিন, কাওছার হোসেনে টিপু,আব্দুল মজিদ সুজন, জাহাঙ্গীর আলম, আব্দুর রাজ্জাক(উনু মিয়া),বাবুল হোসেন, ফয়সাল আহমদ,বাদশাহ মিয়া,সাজ্জাদ আহমদ, হাবীব আলী, বেলায়ত হোসেন,স্পেন বাংলা প্রেস ক্লাবের সদস্য সিদ্দিকুর রাহমান প্রমুখ। এ সময় মাহফিলে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ছাড়াও সামাজিক,রাজনৈতিক, ব্যাবসায়ী এবং স্থানীয় মুসল্লীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মিলাদ পরিচালনা করেন আল হুদা আরবী মসজিদের সাবেক ইমাম হাঃ সাইদুল ইসলাম।