
এ,কে, আজাদ- আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ গত ২৩ আগষ্ট মঙ্গলবার বাংলাদেশ স্পোর্টস এসোসিয়েশন অফ আয়ারল্যান্ড এর উদ্যোগে সেভেন এ সাইড ক্রিকেট টুর্ণামেন্ট সম্পন্ন হয়।

আয়ারল্যান্ডের বিভিন্ন স্থান থেকে আগত ৭টি দল খেলায় অংশ গ্রগন করে। ডাবলিনের ক্লোনডাল্কিন ক্রিকেট ক্লাব মাঠে সকাল সাড়ে দশটায় উদ্ভোধনী অনুষ্ঠান শুরু হয়। খেলা উদ্ভোধন করেন সাউথ ডাবলিন সিটির মেয়র মিসেস এমা মারফি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলর কেনিথ এগান ও কাউন্সিলর চারলি ওকনার।

খেলাটি স্পন্সর করে আলী বাবার শর্তাধিকারী ইঞ্জামামুল হক জুয়েল। খেলার মাঠে দর্শকদের জন্য ছিল খাবারের স্টল। আসন্ন অল বাংলাদেশী এসোসিয়েশন নির্বাচনের প্রার্থীগনের আনাগোনা ছিল চোখে পরার মতো। খেলায় শেষ পর্যন্ত ফাইনালে মুখোমুখি হয় ডাবলিন ও কাউন্টি কিলডার । ডাবলিন দল ১৩ রানে জয় লাভ করে কিলডারের বিপক্ষে। ম্যান অফ দ্যা টুর্ণামেন্ট হয় জোস উদ্দিন তমাল , ম্যান অফ দ্যা ম্যাচ হয় যৌথ ভাবে আজহার ও রুবেল।

বিএসএআই এর সাধারন সম্পাদক জনাব হাবিবুর রহমানের উপস্থপনায় পুরুস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়। খেলা শেষে প্রেসিডেন্ট চুন্নু মতবর সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।